বাগেরহাটে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষন সনদ প্রদান

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বাগেরহাটের সুন্দরঘোনা গ্রামের খানজাহানিয়া গনবিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের উদ্যোগে ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে এ সনদ প্রদান করা হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারটি ট্রেডের মোট ৫০ জন প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের এ সনদ প্রদান করেন। এসময় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বেইস এর নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুল ইসলাম, রুপান্তর এর নির্বহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু, প্রকল্প পরিচালক ফারুখ আহমেদ, তসলীম আহমেদ, আলমগীর হোসেন মীরুসহ গনবিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।