চিকিৎসকরা একমত খালেদা জিয়ার বিদেশে স্থায়ী চিকিৎসা প্রয়োজন: ডা. শাহাবুদ্দিন

0

লোকসমাজ ডেস্ক॥ খালেদা জিয়ার চিকিৎসায় নিযুক্ত দেশে ও দেশের বাইরের চিকিৎসকরা তার জন্য বিদেশে স্থায়ী চিকিৎসার পক্ষে সর্বসম্মতভাবে মত দিয়েছেন বলে জানিয়েছেন রাজধানীর এভার কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার। একইসঙ্গে তিনি জানান, খালেদা জিয়া ক্লিনিক্যালি স্ট্যাবল হলেও নট কিওর। কোভিড সিচুয়েশনের কারণে আপাতত তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শাহাবুদ্দিন তালুকদার। বিএনপি চেয়ারপারসনকে বাসায় নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন তার মেডিক্যাল বোর্ডের সব চিকিৎসক। এ সময় বিএনপি-প্রধানের চিকিৎসক দলের প্রধান ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকীসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিএনপি প্রধানের স্বাস্থ্য সম্পর্কে এভার কেয়ার হাসপাতালের গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তিনি ক্লিনিয়ালি স্ট্যাবল, নট কিওর। আর কোভিড সিচুয়েশনের আশঙ্কায় আপাতত তাকে বাসায় পাঠাচ্ছি। পরে যদি কোনও সমস্যা হয়, তাহলে আবারও হাসপাতালে আনবো। কিন্তু তিনি ডিজিজ থেকে এখনও ফ্রি হননি।’
তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রেক্ষাপটে স ট্রিটমেন্ট দিয়েছি। আমরা দেশের, দেশের বাইরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। সবারই একই মত, আপাতদৃষ্টিতে এটা আমরা কন্ট্রোল করেছি, বাট শি নিডস টু গো অ্যাব্রোড ফর হার পার্মানেন্ট ট্রিটমেন্ট।’