যশোরে ২৫ নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ২৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার দশমিক শূন্য ৫২ শতাংশ। তৃণমূল পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা। এদিকে করোনার উপসর্গ নিয়ে যশোরে আজ রিজিয়া (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, গতকাল শনিবার সকাল ৬টা ১০ মিনিটে রিজিয়া নামে ওই নারী করোনা মহিলা আইসোলেশন ওয়ার্ডে মারা যান। করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রিজিয়ার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে। স্বামীর নাম মোছাদ্দেক হক। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষায় ১৩ জন আক্রান্ত হয়েছে। শুক্রবার ৩শ ১৮টি নমুনা পরীক্ষায় ১শ ৪ জন আক্রান্ত হয়েছেন। দু’দিনের রিপোর্ট একত্রিত করে মোট ৩শ ৪৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল সিভিল সার্জন অফিস প্রকাশ করেছে। কোভিড-১৯ দৈনিক প্রতিবেদনে ৩শ ৪টি নমুনায় ১শ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে সর্বমোট ২৩ হাজার ৬শ ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থতা লাভ করেছেন ২১ হাজার ৪শ ৯১ জন। মৃত্যুবরণ করেছেন ৫শ ১৯ জন। চলতি জানুয়ারি মাসের ২৯ দিনে দু’জন করোনায় মারা গেছেন। করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ৬শ ৩৭ জন।