যশোর ও বাগআঁচড়ায় শতাধিক ফেনসিডিলসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীল চাঁচড়া চেকপোস্ট থেকে র‌্যাব ও শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে পুলিশ দুই শতাধিক বোতল ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে। চাঁচড়া চেকপোস্ট এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে প্রায় দুশ’ বোতল ফেনসিডিল জব্দ করেছেন র‌্যাব সদস্যরা। এ সময় দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত নুরুল মোল্লার ছেলে ইদ্রিস আলী (৪৪) ও তুলশীডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল হাসান বাবু (৩৫)। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র‌্যাব সদস্যরা গোপন সূত্রে খবর পান, দুই মাদক ব্যবসায়ী নোহা মাইক্রোবাসে করে বেনাপোল থেকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছেন। এ খবর পেয়ে চাঁচড়া চেকপোস্টের বিএডিসি অফিসের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। একপর্যায়ে রাত চারটার দিকে মাইক্রোবাসটি বেনাপোল থেকে এসে পৌঁছালে সেটি আটক করা হয়। পরে ভেতরে তল্লাশি চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা উল্লিখিত দু’জনকে আটক করা হয়। অপরদিকে বাগআঁড়া (যশোর) সংবাদদাতা জানান, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গতকাল বুধবার সকালে ২৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তদন্ত কেন্দ্রের অফিসার ফরিদ আল মাহমুদ সাতমাইল গোগা সড়কের ওপর থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক করেন। আটকরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গোহালবাড়ি গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মশিউর রহমান ও যশোরের শার্শা থানার গোগা কারিগরপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে শরিফুল ইসলাম। এ ব্যাপারে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।