ক্ষিপ্ত পুতিন, শীর্ষ ৮ জেনারেলকে বরখাস্ত: রিপোর্ট

0

লোকসমাজ ডেস্ক ॥ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, পুতিন কয়েক দিনের মধ্যে ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যে যা অর্জন করতে চেয়েছেন তাতে ব্যর্থ হয়েছে। এরি মধ্যে নতুন দাবি করেছে কিয়েভ। কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনে যুদ্ধে ‘ক্ষতির’ কারণে পুতিন তার শীর্ষ জেনারেলদের বরখাস্ত করেছেন। একই সঙ্গে তিনি গোয়েন্দা কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত। ইউক্রেনের প্রতিরক্ষা সচিব ওলেক্সি দানিলভ দাবি করেছেন, রাশিয়ার সিরিজজুড়ে বিব্রতকর পরাজয়ের দূর্বল কৌশলের জন্য দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ‘ফায়ারিং লাইনে’ আছে।
দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভকে বরাত দিয়ে ইউক্রেনের সংবাদপত্র ইউক্রেইনস্কা প্রাভদা জানিয়েছে, এখন পর্যন্ত আট জন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে এবং রাশিয়া তার কৌশল পরিবর্তন করেছে। সাক্ষাতকারে দানিলভ আরও বলেছেন, ‘নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। রাশিয়ান ফেডারেশনে কী ঘটছে তা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। আমি বলতে পারি তারা হতাশ।’ ‘রাশিয়ানরা কখনোই ভাবেনি এই জাতি এত ঐক্যবদ্ধ,’ বলেন দানিলভ। এদিকে, ব্রিটিশ গোয়েন্দা অফিসের সাবেক সিনিয়র কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ ফিলিপ ইনগ্রাম দ্য টাইমসকে বলেছেন, পুতিন খুবই রাগান্বিত, তিনি তার গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, এফএসবি’র কমান্ডাদের প্রতি ক্ষিপ্ত পুতিন। কেননা তারা জানিয়েছিল, ইউক্রেন দুর্বল এবং আক্রমণ করলে সহজেই হাল ছেড?ে দেবে। তথ্যসূত্র: এনডিটিভি।