যশোরে দ্রুত বিচার আইনের মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট ও দোষীপত্র

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে দ্রুত বিচার আইনের একটি মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট ও ৩ কিশোর অপরাধীর বিরুদ্ধে দোষীপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর রাতে কোতয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন শহরের জিলাস্কুলের উত্তরপাশের রাস্তায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং’র ৯ সদস্যকে ৯টি বার্মিজ চাকুসহ আটক করেন। এ ঘটনায় তিনি আটক ৯ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় একটি মামলা করেন। পরে পুলিশ আরও ৮ অপরাধীকে আটক করে। তাদেরকে একই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এরপর তদন্ত শেষে মোট ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই সেকেন্দার আবু জাফর। এছাড়া ৩ জন অপরাধী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করা হয়। দোষীপত্রে অভিযুক্তরা হলো-শহরের শংকরপুর নিউ রামকৃষ্ণ আশ্রম রোডের তাজুল ইসলামের ছেলে শোয়েব ইসলাম ওরফে শোয়াইব, মুড়লি জোড়া মন্দির এলাকার রাজু শেখের ছেলে আরাফাত হোসেন ওরফে ইয়াছিন আরাফাত ও মুড়লি খাঁ পাড়ার মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ এবং চার্জশিটে অভিযুক্তরা হলো-সদর উপজেলার রঘুরামপুর গ্রামের রবিউল ইসলাম হাওলাদারের ছেলে নাইমুল হাওলাদার দূর্জয়, উপশহর এফ-ব্লক এলাকার মিজানুর রহমানের ছেলে বিপ্লব হোসেন নয়ন, শেখহাটি কালিতলা সরদারপাড়ার সেলিম শেখের ছেলে মিরাজ হোসেন, বড় ভেকুটিয়া ঢাকাইলেপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাজ্জাদ হোসেন গাজী তপু, নওদাগ্রামের কামরুল হাসানের ছেলে ইব্রাহিম হাসান সুজন, বড় ভেকুটিয়া ঢাকাইলেপাড়ার শওকত সরদারের ছেলে রাসেল সরদার, শহরের শংকরপুর আশ্রম রোডের নবী হোসেনের ছেলে আকরামুল হোসেন রুবেল, ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মারফত হোসেনের ছেলে বিপ্লব হোসেন, হালিমের ছেলে আকাশ হোসেন, শংকরপুরের এস এম আবুল কাশেমের ছেলে এস এম আল মাসুদ বাপ্পা, শেখ দেলোয়ার হোসেন দুলালের ছেলে শেখ শোভন, তাজ উদ্দিন আহমেদ আরিফের ছেলে রমজান, মৃত শমসের আলীর ছেলে সোহরাব হোসেন ও বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত আনজু শেখের ছেলে শরিফুল ইসলাম।