বিশেষ কাউকে বোঝাতে নির্বাচন কমিশন আইন করা হয়েছে: মান্না

0

লোকসমাজ ডেস্ক॥ বিশেষ কাউকে বোঝাতে নির্বাচন কমিশন আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এখন আবার নতুন করে আইন পাস করা হচ্ছে। ইতোমধ্যে তা মন্ত্রিসভায়ও পাস হয়ে গেছে। এটা সম্পর্কে না সাধারণ মানুষ জানে, না সংসদ সদস্যরা জানে। আমি মনে করি তারা হয়তো কাউকে বোঝাতে চাচ্ছে আমরা বেআইনি কিছু করছি না। আইন পাস করে সঠিক কাজ করছি। আগে ছিল রক্ষী বাহিনী, এখন হচ্ছে রাষ্ট্রপতির সার্চ কমিটি দুটো একই।’ বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্যের আয়োজিত ‘গুম হওয়া পরিবারের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের কোনও গ্রহণযোগ্যতা নেই মন্তব্য করে মান্না বলেন, ‘সব ভোট ইভিএমে করবেন ওই ধান্ধা ছেড়ে দেন। এটার গ্যারান্টি কী যে একটাতে ভোট দিলে আরেকটাতে যাবে না। ইভিএমের গ্রহণযোগ্যতা আগেও ছিল না, এখনও নেই।’ গুম হওয়া পরিবারের ওপর সরকারি নিপীড়নের অভিযোগ তুলে মান্না বলেন, ‘এরা হারিয়ে বা দূরে সরে যায়নি। সরকারের রোষানলে পড়ে তাদের হারিয়ে যেতে হয়েছে। জানতেও পারি না মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে।’ নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরাম, বিশিষ্ট সাংবাদিক এম এইচ মামুনসহ বিশিষ্ট নাগরিক ও সংগঠনের নেতাকর্মীরা।