বাগেরহাটে অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির অপরাধে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। এছাড়া একই দিন স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে স্থানীয় লাভলু স্টোরের মালিককে ৫০০টাকা, এক ইজিবাইক চালককে ২০০ টাকা, চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস দিদার পরিবহনের চালক বিপ্লব মল্লিককে ১ হাজার টাকা এবং পরিবহনের দুই যাত্রীকে ৪০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধে আরও কয়েকজনকে জরিমানা করা হয়।