চুরি যাওয়া কুকুরের জন্যে পুলিশে অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে হারিয়ে যাওয়া কুকি নামের একটি পোষা কুকুরের সন্ধান চেয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মালিক। বুধবার রাতে বিশ্বস্ত কুকিকে খুঁজে পেতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। সেই সঙ্গে সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কুকুরটির মালিক সালাহউদ্দীন গাউস।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, শহরের আদর্শপাড়া এলাকার মোকাররম হোসেন টুলুর ছেলে সালাহ উদ্দীন গাউস এক বছর আগে একটি বিদেশি এস্কিমো জাতের কুকুর সংগ্রহ করে পুষতে শুরু করেন। কুকুরটির নাম রাখা হয় কুকি। বুধবার সকালে বাড়ির মধ্যে প্রবেশ করে অচেনা দুই ব্যক্তি কুকিকে চুরি করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে অবেশেষে কুকুর মালিক ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। সালাউদ্দিন গাউস বলেন, কুকুরটি আমার খুবই শখের ছিল। কুকির জন্য শোকে মুহ্যমান আমার পরিবারের সদস্যরা। তিনি বলেন, কুকির সন্ধানদাতাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বৃহস্পতিবার জানান, যে কোনও পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। শহরের আদর্শপাড়া এলাকায় এক যুবকের একটি পোষা কুকুর চুরি হওয়ায় তিনি আইন অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন। কুকুরটির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।