ঝিকরগাছা পৌর নির্বাচনে মোস্তফা আনোয়ার পাশা জামাল বেসরকারী ভাবে নির্বাচিত

0

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) ॥ যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীকের) প্রার্থী বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩ শত ৭৫ ভোট। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র মেয়র প্রার্থী (কম্পিউটার প্রতীক) ইমরান হাসান নিপুন পেয়েছেন ৬ হাজার ১শত ২৬ ভোট। এছাড়া মেয়র প্রার্থী ছেলিমুল হক সালাম (জগ প্রতীক) এক হাজার ৯ শত, একেএম আমানুল কাদিও টুলু (নারিকেল গাছ প্রতীক) এক হাজার ৩৫ ভোট, ইমতিয়াজ আহম্মেদ শিপন (মোবাইল ফোন প্রতীক) ৬ শত ২৪ ভোট, আব্দুল্লাহ আল সাইদ (রেল ইঞ্জিন প্রতীক) এক হাজার এক শত ৩০ ভোট ও জাহাঙ্গীর আলম মুকুল (চামচ প্রতীক) ৯২ ভোট পেয়েছেন। এছাড়া ৩৩টি ভোট বাতিল হয়েছে। এর আগে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহিন ভাবে ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৫ হাজার ৯ শত ২৭ ভোটের মধ্যে ১৮ হাজার ৩ শত ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যথাক্রমে, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, রনি সরদার, আব্দুল আলিম, একরামুল হক খোকন, নুরুজ্জামান বাবু, আমিরুল ইসলাম রাজা, তারেকুজ্জামান ও ইউনুস আলী। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে শ্যামলী খাতুন, জেসমিন সুলতানা ও নাজমুন নাহার নির্বাচিত হয়েছে বলে জানা গেছে। তবে আদালতের নির্দেশে ৫ নং ওয়ার্ডের খাদেমুল ইনসান দাতব্য চিকিৎসালয় ভোট কেন্দ্রের সকল প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ^াস জানিয়েছেন। দ্বিতীয় বারের মত ঝিকরগাছা পৌর নির্বাচনে বর্তমান ৮জন কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও কেউ পাশ করেননি।