মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশেরসময় ২২ জন নারী পুরুষ ও শিশু আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ২২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্থ যাদবপুর বিওপির এলাকার কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৫টি শিশু রয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন। আটক ব্যক্তিরা হলেন, খুলনার ফুলতলা থানার জামিরা গ্রামের এরশাদ আলী গাজীর ছেলে আনোয়ার গাজী (৩৫), তার স্ত্রী সখিনা বেগম, মেয়ে রুকাইয়া গাজী (০৩), ছেলে মো. আব্দুল্লাহ (০২), যশোরের অভয়নগর থানার বনগ্রামের বিরাট সমাজপতীর স্ত্রী শিখারাণী সমাজপতী, মেয়ে রিয়া সমাজপতী, ছেলে তীপ্ত সমাজপতী, নড়াইল সদর থানার তালতলা গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের মেয়ে আন্না (৩০), বাগেরহাটের চিতলমারী থানার করাতের দিয়া গ্রামের চিত্ত রঞ্জন মণ্ডলের স্ত্রী উষারাণী মণ্ডল (৬০), যশোরের বেনাপোল থানার পোড়াবাড়ী গ্রামের মৃত কেরামত মণ্ডলের ছেলে আলম মণ্ডল (৪৭), একই উপজেলার কাগমারী গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেটের বিশ্বনাথ থানার চন্ডিচর গ্রামের কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১), সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দনগর গ্রামের আব্দুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০), সিলেটের বিশ্বনাথ থানার বিশ্বনাথ গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে সাইফুল আলম (৩০), ফরিদপুরের আলফাডাংগা থানার হেলেঞ্চা গ্রামের আব্দুস সালামের ছেলে রাজা (৪০), একই জেলার বোয়ালমারী থানার ভুলবাড়ীয়া গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), যশোরের মণিরামপুর থানার পলাশ ভান্ডারী মোড় গ্রামের ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), গোপালগঞ্জের কাশিয়ানী থানার মজুমদার বাড়ি গ্রামের গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩), যশোরের বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবীর (৪৪), ঝিনাইদহের মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শখের ছেলে রাকিবুল ইসলাম (৩১) এবং কক্সবাজারের উখিয়া থানার পাগলির বিল গ্রামের নূর আহম্মেদের ছেলে জমির আহম্মেদ (৩০)। আটক ২২ জনের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।