সুষ্ট নির্বাচনের দাবিতে রিটার্নিং অফিসার বরাবর স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুনের আবেদন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে এবং ১, ২, ৩, ৪, ৫ ও ৮ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র সমূহ ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রের নাম উল্লেখ করে রিটার্ণিং অফিসার বরাবর লিখিত আবেদন দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (কম্পিউটার প্রতীক) ইমরান হাসান নিপুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান হাসান নিপুন জানিয়েছেন, দীর্ঘ ২১ বছর পর ঝিকরগাছা পৌরসভা ভোটের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে তার নির্বাচনী কর্মীদের নামে কথিত নাশকতামুলক মিথ্যা মামলা, তার নির্বাচনী প্রচার মাইক ভাংচুর, মেমোরিকার্ড ছিনিয়ে নেয়াসহ তার কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে সুষ্ট নির্বাচন নিয়ে তিনি সন্ধিহান রয়েছেন। উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা শহরকে ১৯৯৮ সালের ৪ এপ্রিল ৩য় শ্রেণীর পৌরসভা হিসাবে ঘোষণা হয়। তার প্রায় ৩ বছর পর ২০০১ সালের ৪ এপ্রিল পৌরসভার ১ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০০১ সালের নির্বাচনের পর বর্তমানে ২১ বছর পার হলেও ২য় শ্রেণীতে উন্নীত হওয়া পৌরসভার আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে সেই থেকে বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল মেয়র হিসেবে রয়েছে। তিনি আবারো আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। এছাড়া শেষ মুহুর্তে ৬ মেয়র প্রার্থী, ৬১ কাউন্সিল প্রার্থী ও ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। নিজেদের যোগ্যতা ও উন্নয়নের ফিরিস্তি নিয়ে ভোটারদের দারে দারে ছুটছে প্রার্থীরা।