প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট বৃষ্টিতে মাঠ অনুপযোগী বুধবারের খেলা পরিত্যক্ত

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ম্যাগপাই ক্লাব বনাম ইয়াং প্যাগাসাসের মধ্যকার গতকাল বুধবারের খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আগের রাতের সামান্য বৃষ্টিতে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ে। গতকাল সকাল থেকে দুই আম্পায়ার আলমগীর সিদ্দিকী ও প্রহ্লাদ কুমার বিশ্বাস দুই দলের অধিনায়কদের নিয়ে দফায় দফায় মাঠ পরিদর্শন করেন। পরে দুপুর ১টা ৩০ মিনিট সর্বশেষ পরিদর্শন শেষে দুই আম্পায়ার খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন। যে কারণে খেলায় নিয়ম অনুযায়ী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। আজকের খেলা আরএন রোড ক্রীড়াচক্র বনাম ফাইভ স্টার ক্লাব।