চুকনগরে সড়ক দূর্ঘটনায় আলম সাধু চালক নিহত

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥খুলনার চুকনগরে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে এক আলম সাধু চালক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মাজেদ মোড়ল (৬০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুরের বাসিন্দা। সোমবার রাত ৮টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পিকআপ (যশোর-ড-১১-১২১৬) চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া মোড়ে পৌঁছুলে তালা গামী আলম সাধুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলম সাধু চালক আব্দুল মাজেদ নিহত হয়েছেন বলে জানিয়েছেন চুকনগর হাইওয়ে থানার ওসি। হাইওয়ে থানা পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করে তাদের হেফাজতে রেখেছে।