শিশুর মৃত্যু: সেই হাসপাতাল মালিক কারাগারে

0

লোকসমাজ ডেস্ক॥ ছয় মাসের শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় ‘আমার বাংলাদেশ হাসপাতালের’ মালিক গোলাম সারোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির কয়া হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত এ বিষয়ে শুনানির জন্য বুধবার (১২ জানুয়ারি) দিন ধার্য করেছেন। এর আগে গত ৮ জানুয়ারি আসামি গোলাম সারোয়ারকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দালাল সিন্ডিকেটের মাধ্যমে ২ জানুয়ারি যমজ দুই শিশুকে ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ এ ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বিল পরিশোধের জন্য চাপ প্রয়োগ করা হয় তাদের বাবা-মাকে। অন্যথায় চিকিৎসা করা হবে না বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিশু দুটির পরিবার ৪০ হাজার টাকা পরিশোধ করে। তবে, অতিরিক্ত আরও টাকা দেওয়ার জন্য চাপ অব্যাহত রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে টাকা দিতে না পারায় চিকিৎসা বন্ধ রাখা হয়। এক পর্যায়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দুই সন্তানসহ ভুক্তভোগীদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এরপর দুই শিশুর মধ্যে একজন মারা যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় ‘আমার বাংলাদেশ হাসপাতাল’-এর মালিক ও পরিচালককে আসামি করে একটি মামলা দায়ের করে। এরপর মোহাম্মদপুর এলাকা থেকে গোলাম সরোয়ারকে গ্রেফতার করে র্যাব।