ঝিকরগাছায় পৌর নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কম্পিউটার প্রতীকের ইমরান হাসান নিপুনের প্রচার-প্রচারণায় বাধা দেওয়াসহ প্রচার মাইক ভাঙচুর ও মেমোরিকার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় রির্টানিং অফিসার বরাবর কয়েকটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছেও। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা থানা ও উপজেলা নির্বাচন অফিসারকে দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা নেওয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছেন ইমরান হাসান নিপুন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বতন্ত্র এই মেয়র প্রার্থী জানান, এদিন বিকেলে পৌরসদরের পারবাজার বহিলাপাড়া এলাকায় কম্পিউটার প্রতীকের প্রচার মাইকটি ভাঙচুর করে এবং প্রচার কাজে ব্যবহৃত মেমোরিকার্ড ছিনিয়ে নিয়ে যায় কতিপয় সন্ত্রাসী। তিনি আগামী ১৬ জানুয়ারি পৌর নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এসব ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ^াস বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদেরকে জানানো হয়েছে।