ভিভোকে সরিয়ে টাটার দখলে আইপিএল

0

লোকসমাজ ডেস্ক॥ ভিভোকে নিয়ে আগেই আপত্তি ছিল ভারতীয়দের মধ্যে। কারণ, কোনো চায়নিজ কোম্পানি ভারতীয় কোনো টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হোক, তা ভারতের মানুষ চায় না। এ নিয়ে অনেক রাজনীতিকীকরণও হয়েছে। শেষ পর্যন্ত এবার ভিভোকে সরিয়েই দেয়া হলো আইপিএলের টাইটেল স্পন্সর থেকে। তার পরিবর্তে আগামী আইপিএলের টাইটেল স্পন্স হিসেবে ঘোষণা করা হলো ভারতীয় কোম্পানি টাটা গ্রুপের নাম। আজ ১১ জানুয়ারি, আইপিএল গভর্নিং কাউন্সিলের এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। বৈঠকের পর আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মিডিয়াকে নিশ্চিত করেন, টাটা গ্রুপের আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার বিষয়টি। তিনি বলেন, ‘ভিভোকে বাদ দেয়া হয়েছে। টাটা’ই হবে আইপিএলের টাইটেল স্পন্সর।’
২০২৩ সাল পর্যন্ত আইপিএলের সঙ্গে চুক্তি ছিল ভিভোর। কিন্তু তাদেরকে সরিয়ে দিয়ে সে জায়গায় ২০২৩ পর্যন্ত টাইটেল স্পন্সর হবে টাটা। ২০১৮ সালে ৫ বছরের জন্য আইপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হয় চায়না স্মার্ট ফোন কোম্পানি ভিভো। যার মেয়াদ শেষ হওযার কথা ছিল ২০২২ সালে। কিন্তু ২০২০ সালে ইন্দো-চায়না রাজনৈতিক সম্পর্ক বাজে পর্যায়ে পৌঁছে যাওয়ার পর ভিভোকে টাইটেল স্পন্সরে রাখতে পারেনি বিসিসিআই। যার ফলে ওই বছরের জন্য টাইটেল স্পন্স হিসেবে নাম চলে আসে ড্রিম-১১ এর। ওই এক বছর স্পন্সর না থাকায়, ভিভোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ে ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু ইন্দো-চীন সম্পর্কের চাপানউতোরের কারণে শেষ পর্যন্ত ভিভোকে পুরোপুরি বাদ দিয়ে টাটাকে টেনে আনা হলো আইপিএলে। এখন থেকে আইপিএলের নাম হবে ‘টাটা আইপিএল-২০২২’, পরেরবার নাম হবে টাটা আইপিএল-২০২৩। একই সঙ্গে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজি নিয়ে বিতর্কের বিষয়টিও সুরাহা করে ফেলা হলো আইপিএল গভর্নিং কাউন্সিলের আজকের বৈঠকে। ব্রিজেশ প্যাটলে জানিয়েছেন, ‘আইপিএল গভর্নিং কাউন্সিল সিবিসি ইন্টেন্টকে আহমেদদাবাদ ফ্রাঞ্চাইজির ব্যাপারে অনুমোদনের চিঠি পাঠানোর বিষয়ে অনুমতি দিয়েছে।’ সিভিসি ইন্টেন্ট আহমেদাবাদ ফ্রাঞ্চাইজি ক্রয় করেছিল এবার নিলাম থেকে। কিন্তু কোম্পানিটি আবার যুক্তরাজ্যভিত্তিক একটি জুয়ার কোম্পানির সঙ্গেও যুক্ত বলে তাদেরকে ফ্রাঞ্চাইজির স্বত্ত্ব দেয়া হবে কি না তা নিয়ে তুমুল বিতর্ক চলছিল। অবশেষে আজ সেটার নিষ্পত্তি হলো। ব্রিজেশ প্যাটেল বলেন, ‘গভর্নিং কাউন্সিল আহমেদাবাদ দল নিয়ে সিভিসির অভিযোগের বিষয়ে অনুমোদন দিয়েছে এবং আজই তাদেরকে চিঠি পাঠানো হবে।’