যশোরের সিভিল সার্জন আবু শাহীন হলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সিভিল সার্জন ডা. শেষ আবু শাহীন উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। চলতি দায়িত্বে তিনি খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে থাকবেন। গতকাল তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। একইদিন তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনকে গত বছরের ৩১ অক্টোবর উপপরিচালক পদে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতি পাওয়ার পর তাকে যশোরের সিভিল সার্জন পদে রাখা হয়েছিল। ৩ জানুয়ারি খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দেয়া হয়। একই সাথে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালকের দায়িত্বে থাকবেন তিনি। গতকাল ৯ জানুয়ারি যশোর সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহীন সামাদের নিকট ডা. শেখ আবু শাহীন দায়িত্ব হস্তান্তর করেছেন। আগামীকাল ১১ জানুয়ারি চলতি দায়িত্বে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব হস্তান্তর করার পর সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গতকাল বিকেলে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয়। সংগঠনের সভাপতি বিএম আসাদ, সহসভাপতি এস হাসমী সাজু ও কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।