শরণখোলায় শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০ তম স্মরণসভা

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জাজুয়ারি) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক মোঃ ইমরান,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা,সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন,মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার প্রমুখ। এসময় এমপি মিলন বলেন, মনিরুজ্জান বাদল ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র আস্থাভাজন ও বিশ্বাসী ছিলেন। তাইতো সুবিধাবাদীরা সেদিন তাকে নির্মমভাবে হত্যা করে ছিলো। প্রসঙ্গত ১৯৯২ সালের ৯ জানুয়ারি শামসুননাহার হলের সামনে মনিরুজ্জামান বাদল আততায়ীর গুলিতে নিহত হন।তার স্মৃতি রক্ষার্তে দলীয়ভাবে প্রতি বছর ৯ জানুয়ারি শ্রদ্ধা নিবেদন,দোয়া ও আলোচণা সভা অনুষ্ঠিত হয়।