যশোরে আরো সাতজন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে করোনায় নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। নতুন বছরের প্রথম সপ্তাহে ২২ জন আক্রান্ত হলেন। ভারতে ওমিক্রনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় সীমান্ত জেলা যশোরের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষায় ৭ জন আক্রান্ত হয়েছেন। পরীক্ষা অনুযায়ী গড়ে ৬ জনে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। এ নিয়ে যশোরে মোট ২১ হাজার ৯শ ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চলতি বছরের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জন। সীমান্তবর্তী জেলা যশোরের ঝুঁকি প্রসঙ্গে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সীমান্তবর্তী জেলা সব সময় একটু ঝুঁকিতে থাকে। তাছাড়া শুধু যশোর নয়, দেশের অন্যান্য অঞ্চলেও ভারতের সাথে সীমানা রয়েছে। সুতরাং সীমান্তবর্তী জেলাতে ঝুঁকি থাকবে এটাই স্বাভাবিক।