ফুলতলার দামোদর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা ফুলতলার দামোদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দামোদর হাই স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মো. আসলাম খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহীন ও ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভুঁইয়া শিপলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, শাহিদুল মোল্যা, কামরুজ্জামান নান্নু, উদয় কুন্ডু, মোল্যা সুমন পারভেজ প্রমুখ।