আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ নেই–যশোরে বিএনপির মানববন্ধনে অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোন দিনই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ নেই। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারলেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার জনগণের সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে। বিএনপির বরাবরই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন একদলীয় পাতানো নির্বাচনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশে সুশাসন, আইনের শাসন, জবাবদিহিতা বলে কিছুই নেই। যে কারণে সরকার দলীয় নেতা-কর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বহাল তবিয়তে আছে। আর মাত্র দুই কোটি টাকা আত্মসাতের মিথ্যা ভিত্তিহীন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারবন্দি করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। সরকার কেন তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না তার একটিই কারণ, তাকে স্লো পয়জনিং করা হয়েছে। বিদেশে নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় সেটি ধরা পড়ার ভয়ে সরকার তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণতন্ত্রের নেত্রীর মুক্তির লক্ষ্যে বর্তমান ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের হঠানোর কোন বিকল্প নেই। এই সরকার হঠানোর একটি মাত্র পথ সর্বাত্মক আন্দোলন। জীবন বাজি রেখে সরকারের বিরুদ্ধে সেই আন্দোলন করতে হবে। আন্দোলনের জন্যে শুধু যশোর জেলা বিএনপি নয়, তাদের নেতৃত্বে আজন্ম সংগ্রামী যশোরবাসী প্রস্তুত আছেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলাম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন, জেল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।