সস্ত্রীক করোনা আক্রান্ত মোজাম্বিকের প্রেসিডেন্ট

0

লোকসমাজ ডেস্ক॥ মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নুসি ও ফার্স্ট লেডি ইসাউরা নুসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা দুই জনই আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ফিলিপ নুসি এবং তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হেলথ গাইডলাইন অনুযায়ী, তারা আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের করোনার মৃদু উপসর্গ রয়েছে। এতে আরও বলা হয়েছে, কয়েকদিন ধরে বিভিন্ন কর্মকাণ্ডের জড়িত থাকার পর তারা করোনা টেস্ট করান। এরপর দুইজনেরই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। মহামারি শুরুর পর থেকে মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৩ হাজার। করোনায় মারা গেছেন ২০৪১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৬৮০ জন।
এদিকে, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৪১৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৫৮৯ জনে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জন। মারা গেছেন আট লাখ ৪৮ হাজার ৮০৪ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জন। আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৭৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ২৪৫ জন। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, স্পেন, ইরান ও ইতালি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনা শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।