করোনা: স্টকহোমে ৯৯ ভাগ আইসিইউ বেড রোগীতে পূর্ণ

0

লোকসমাজ ডেস্ক॥ সুইডেনের রাজধানী স্টকহোমের হাসপাতালগুলোর আইসিইউ বেডের শতকরা ৯৯ ভাগ রোগীতে পূর্ণ। বাকি আছে শতকরা এক ভাগ। ফলে করোনা ভাইরাস সেখানে আঘাত করার পর এবারই প্রথম এমন সঙ্কট দেখা দিয়েছে। অনলাইন বিবিসি বলেছে, স্থানীয় পত্রিকা অ্যাফটোনব্লাডেট রিপোর্ট করেছে যে, বুধবার রাজধানীতে ১৬০টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ৫ থেকে ৭টি বেড ফাঁকা ছিল। স্টকহোম অঞ্চলের স্বাস্থ্যসেবা বিষয়ক পরিচালক বোর্ন এরিকসন বলেছেন, আমাদের সাহায্য প্রয়োজন। বুধবার স্টকহোমে ৮১৪ জন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিল ৭৪৮। সুইডেন কখনো সারাদেশে লকডাউন আরোপ করেনি। এ যাবত সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে ৭২০০। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।