বছরের প্রথম দিনে যশোরে করোনা উপসর্গে মৃত ৩ জন

0

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম দিনে যশোরে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় দিনে ২৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, গতকাল রোববার ছিল নতুন বছরের দ্বিতীয় দিন। এদিন সকাল ৮টা পর্যন্ত যশোরে ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ২৬টি নমুনা পরীক্ষা করে ওই দু’জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৯শ’ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫শ’ ১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৩শ’ ৪২ জন। ২০২২ সালের প্রথম দিন (১ জানুয়ারি) যশোরে কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যুবরণ করেছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, মৃত ব্যক্তিরা হলেন- নতুন উপশহর এলাকার মাসুম (৫০), মনিরামপুর উপজেলার সালামপুর গ্রামের গোলাম মোড়ল (৭০) ও নড়াইলের কলোয়া গোবরা গ্রামের স্নেহাশীষ চক্রবর্তী (৫৯) নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।