শিরোমনিতে মহিলা গনসেবা সংস্থা কতৃক সেলাই ম্যাশিন বিতরন অনুষ্ঠান

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ শিরোমনিতে মহিলা গনসেবা সংস্থা কতৃক সেলাই ম্যাশিন বিতরন অনুষ্ঠান ২ জানুয়ারি রোববার বিকাল ৫ টায় শিরোমনিস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংস্থার সভানেত্রী ইয়াসমিন আক্তার সাথির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম। বিশেষ অতিথি ছিলেন গনসেবা সংস্থার সভাপতি শফিউল আযম খান ফিরোজ, সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম ও ইউপি মেম্বার পায়রা বেগম। সংস্থার সাধারন সম্পাদিকা আরিফা বেগমের পরিচালনায় বক্তৃতা করেন ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক অফিস সহায়ক কাজল রায়, মোঃ লুৎফর রহমান লিটন, আঃ সামাদ, সাবিয়া খাতুন, রেহেনা বেগম, হালিমা বেগম, সুমনা বেগম, রোজিনা বেগম, সিমা, মুক্তা, আরিফা প্রমুখ। অনুষ্ঠান শেষে এলাকার হতদরিদ্র শিরোমনি দক্ষিনপাড়া এলাকার আপন মোল্লার স্ত্রী নিলুফা খাতুন এবং রবিউল ইসলামের স্ত্রী রেশমা খাতুনকে সেলাই ম্যাশিন প্রদান করা হয়।