শিরোমনি হুগলী বিস্কুট কোম্পানি চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের কারখানার সামনে অবস্থান

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানি চালু ও শ্রমিক কর্মচারীদের ১৬ সপ্তাহের মুজুরি এবং বোনাস পরিশোধের দাবিতে হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রোববার সকাল ১০ টায় কারখানার গেটে অবস্থান কর্মসুচি পালন করে শ্রমিকরা। অবস্থান চলাকালে সংগঠনের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফরহাদ মোড়লের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ ই্য়াসিন আলী, মোঃ হাফিজ, জয়, মোঃ জিন্নাহ, আলি হামযা, রমজান, বাদল মোশারেফ, কাজল, প্রিয়া, সাকিরা, তরু, আবুল, রবিউল, শামিমা, হনুফা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন মালিকপক্ষ শ্রম আইনকে অমান্যকরে কারখানাটি বন্দ রেখেছে শুধু তাইনয় শ্রমিকদের ১৬ সপ্তাহের বকেয়া ও বোনাস পাওনা রয়েছে মালিকপক্ষ শ্রমিকের পাওনা পরিশোধ না করাতে কারখানার শ্রমিকরা চরম মানবেতর জীপনযাপন করছে, অতিদ্রত পাওনা পরিশোধ না করা হলে লাগাতার আন্দোলন এর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান।