বেনাপোলে মিলন হত্যা মামলার আসামিকে আটক করেছে পিবিআই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল রেলস্টেশনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের মিলন হোসেন (৪০) হত্যার আসামি হিরোকে (২৪) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার রাতে হিরোর শ্বশুরবাড়ি নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রাম থেকে তাকে আটক করা হয়। হিরো বেনাপোল পোর্ট থানাস্থ নারায়ণপুর পোড়াবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। আটক হিরোকে শনিবার আদালতে পাঠালে সে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত ওই জবানবন্দী ১৬৪ ধারায় রেকর্ড করেছেন।
আদালতে দেয়া তথ্য মতে, হিরোসহ একটি গ্রুপ বেনাপোল রেলস্টেশন এলাকায় ছিনতাই করে বেড়াতো প্রতিনিয়ত। ওই এলাকায় আগত লোকজনের কাছ থেকে ছিনিয়ে নিতো। এটা ছিল তাদের পেশা। গত ২৯ আগস্ট সকাল ১০টার দিকে মিলন চুড়ামনকাটির বাড়ি থেকে বের হন। ৩১ আগস্ট সন্ধ্যা পৌনে সাতটার দিকে রেলস্টেশনের কাছে পৌছালে হিরো ও তার কয়েক সহযোগী মিলনের গতিরোধে করে। এবং কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। এবং ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ছুরিকাঘাতে মিলন মারা যায়। এই ঘটনায় নিহতের ছেলে বিপ্লব হোসেন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। এই মামলাটি তদন্ত করে পিবিআই। তারা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিকে হিরোকে আটক করে। পরে তার দেখানো মতে বেনাপোলের মাছ বাজারস্থ আসামির ভাংড়ির দোকান থেকে নিহতের ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের মধ্যে থেকে নিহতের একটি পাসপোর্ট সাইজের ছবি, পড়নের কাপড়, এনআইডি কার্ডের ফটোকপি ও একটি দলিল জব্দ করা হয়।