ঝিকরগাছায় বিএনপির শীর্ষ ৩৪ নেতার বিরুদ্ধে নাশকতামুলক মামলা, আটক ৩

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা থানায় বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের শীর্ষ ৩৪ নেতাকর্মীসহ অজ্ঞাত ৬০/৭০ জনের নামে কথিত নাশকতামুলক মামলা হয়েছে। ঝিকরগাছা থানার এস আই সিরাজুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। যার নং-০২, তাং-০১/০১/২০২২ ইং। ধারা-১৯৭৪ সালের ১৫(৩)/২৫ডি ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ ধারার অপরাধ। উক্ত মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, পুরান্দরপুর গ্রামের মৃতঃ সাইদ আলী বিশ^াসের ছেলে পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান হাসান, উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মইনুল ইসলাম ও মোবারকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে পৌর ছাত্রদলের সদস্য সচিব নাইম হোসেন ডনি। এছাড়া উক্ত মামলায় আসামী করা হয়েছে, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল হুদা, পৌর বিএনপির সভাপতি হারুণ অর রশীদের ছেলে মারুফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, আহবায়ক আরাফাত হোসেন কোমল, পৌর যুবদল নেতা আজিম উদ্দিন, নুরুন্নবী খাঁন শিপন, ছোট বাবু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান আলী, পৌর যুবদল নেতা শামিম রেজা, কীর্তিপুর গ্রামের ইউনুস আলী, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, তৌহিদুজ্জামান বাবু, ডাবলু, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পিয়াল হাসান, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান কালু, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সরদার শহিদুল ইসলাম বুদো, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান, পুরানন্দরপুর গ্রামের মোস্তফার ছেলে শাকিল হোসেন, মৃত-খোদা বক্সের ছেলে মিজানুর রহমান বিশ^াস, ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গোলাম কাদের বাবলু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান বাবলা, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রোকনুজ্জামান, হাজের আলী গ্রামের বিএনপি নেতা বাবলুর রহমান, বেবুল হোসেন ও কবির হোসেন। এছাড়া উল্লেখিত মামলায় আরও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। আটককৃতদেরকে শনিবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী অফিসার এস আই নজরুল ইসলাম জানিয়েছেন।