নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলনা মহানগরীতে পটকাবাজি

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনা মহানগরীতে বিকেল থেকেই থেমে থেমে শোনা যায় পটকাবাজির আওয়াজ। কোন কোনটির শব্দ বিকট। রীতিমতো চমকে ওঠে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ। বিশেষ করে হৃদরোগীদের ভোগান্তি হয় সবচেয়ে বেশি। এ চিত্র খুলনা মহানগরের। বছরের শেষ দিন দুপুরের পর থেকেই নানা জনের কাছ থেকে মিলছে নগরীতে পটকাবাজির অভিযোগ। একই সাথে উচ্চশব্দে বাজানো হয় সাউন্ড বক্স। ডিজে মিউজিকের আসরও হয় কোথাও কোথাও।
অথচ থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষবরণে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান এবং নগরীতে পটকা-আতশবাজী ফুটানো নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত কঠোর শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ কমিশনার। কেএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টিফার্স্ট নাইট ও খ্রিষ্ট্রিয় নববর্ষ-২০২২ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে উদ্ভুত পরিস্থিতি নিরসনকল্পে ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোন প্রকার গান, বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এখন পর্যন্ত খুলনা মহানগরীতে থার্টিফার্স্ট নাইট ও খ্রিষ্ট্রিয় বর্ষবরণে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়।