পুতিনকে বাইডেন: ইউক্রেনে যে কোনো আগ্রাসনের ‘কঠোর জবাব’ দেবে যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো ধরনের আগ্রাসনের জবাব যুক্তরাষ্ট্র কঠোরভাবে দেবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফোনে দু’দেশের নেতার মধ্যে কথা হলে বাইডেন এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইউক্রেন প্রশ্নে ছড়িয়ে পড়া উত্তেজন প্রশমনে কূটনৈতিক সমাধান প্রয়োজন। হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র। অপর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেছেন যে, ইউক্রেনের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে, তাদের দুই দেশের সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে যেতে পারে। তিনি আরো বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা হবে একটি ‘বড় ধরনের ভুল’। মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, রাশিয়ার নেতার সাথে দীর্ঘ ৫০ মিনিট ধরে ফোনালাপ চলাকালে বাইডেন সুস্পষ্টভাবে বলেন, ‘রাশিয়া ইউক্রেনে আবারো কোনো ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ ও অংশীদাররা এর কঠোর জবাব দেবে।’
সূত্র : বাসস, বিবিসি