যশোরে আরো তিনজন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত ২৪ ঘন্টায় আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, করোনাভাইরাস প্রতিরোধক টিকার মাস্টার ডোজ “বুস্টার ডোজ” গতকাল (বুধবার) দেয়া শুরু হয়েছে। প্রথমদিনে ৬০ বছরের ঊর্ধ্বে ৬২৪ জন নর-নারীকে এ টিকা দেয়া হয়। গতকাল সকাল ৮টা থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪শ ২৪ জন পুরুষ ও ১শ ৭০ জন নারী মিলে মোট ৫শ ৯৪ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ও এমওসিএস ডা. রেহেনেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
৬০ বছরের ঊর্ধ্বে বয়স হওয়ায় যশোর পৌরসভার মেয়র, বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ গতকাল হাসপাতালের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে স্থাপিত “ভিআইপি বুথে করোনা টিকার বুস্টার ডোজ নেন। বীরমুক্তিযোদ্ধা, চিকিৎসকসহ সম্মুখ সারির বিভিন্ন শ্রেণির বয়স্ক লোকজনকে বুস্টার ডোজ টিকা দেয়া হচ্ছে। ভিআইপি রুমে ভিআইপি ব্যক্তি এবং নিচতলায় সাধারণ বুথে অন্যান্য বয়স্ক লোকজনকে দেয়া হচ্ছে এ ডোজ। যারা করোনার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করেছেন ৬ মাস পর তাদেরকে এ বুস্টার ডোজ দেয়া হচ্ছে। রিপোর্ট হাল নাগাদ করার পর সুরক্ষা অ্যাপসে বুস্টার ডোজের সিডিউল তৈরি করে এসএমএস প্রদান সাপেক্ষে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। বুস্টার ডোজ প্রদানের জন্য প্রয়োজনে কেন্দ্রে বুথ চিহ্নিত করা যাবে।