মাটিকোমরায় সাড়ে চার হাজার গরীব ও অসহায় মানুষ পাবে শীতবস্ত্র

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ গোলাম মোস্তফার উদ্যোগে সাড়ে চার হাজার গরীব, দুস্থ ও অসহায় মানুষকে দেয়া হবে শীতবস্ত্র। বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তার বড়কন্যা জি.এম.এস কম্পোজিট লিমিটেডের ডিরেক্টর ইয়াসমিন ইসলাম। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিল্পপতি আলহাজ গোলাম মোস্তফার জামাই আমেরিকা প্রবাসী ডা. নুরুল ইসলাম। সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, প্রভাষক সোহরাব হোসেন সোহাগ, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মাস্টার মুজিবর রহমান, ইউপি সদস্য আতিয়ার রহমান, ইউপি সদস্য শিপন হোসেন, মাবুদ খা, আয়ুব হোসেন, মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক স্পন্দন পত্রিকার সাংবাদিক ও শিক্ষক আলমগীর হোসেন।