বিরল সফরে ইসরায়েল গেলেন মাহমুদ আব্বাস

0

লোকসমাজ ডেস্ক॥ ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিরল সফরে ইসরায়েল গেছেন। সেখানে তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে নিরাপত্তা ও বেসামরিক বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। গ্যান্টজ আব্বাসকে বলেছেন, যে তিনি অর্থনৈতিক ও বেসামরিক ক্ষেত্রে আস্থা জোরদার করার জন্য পদক্ষেপগুলো চালিয়ে যেতে চান। আগের বৈঠকেও তারা এসব বিষয়ে সম্মত হয়েছিলেন বলে জানানো হয় বিবৃতিতে।
জানা গেছে, চলতি বছরের আগস্টের শেষের দিকে গ্যান্টজ আব্বাসের সঙ্গে আলোচনার জন্য অধিকৃত পশ্চিম তীরের শহর রামাল্লায় পিএ-এর সদর দপ্তরে গিয়েছিলেন। কয়েক বছরের মধ্যে এটিই ছিল তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। কিন্তু সেই আলোচনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছিলেন, ফিলিস্তিনিদের সঙ্গে কোনো শান্তি প্রক্রিয়া চলমান নেই এবং হবেও না। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পিএর সঙ্গে আস্থা প্রতিষ্ঠার ঘোষণা করে। তাছাড়া পিএকে তিন কোটি ২০ লাখ ডলারের অগ্রিম অর্থ প্রধান ও ফিলিস্তিনি ব্যবসায়ীদের ইসরায়েলে প্রবেশের অনুমোদন দেওয়া হয়। ফিলিস্তিনের বেসামরিকবিষয়ক মন্ত্রী হুসেইন আল শেখ এক টুইট বার্তায় জানান, গ্যান্টজের সঙ্গে আব্বাসের সর্বশেষ বৈঠক একটি রাজনৈতিক দিগন্ত তৈরি করার গুরুত্ব নিয়ে কাজ করছে। যা আন্তর্জাতিক রেজ্যুলেশন অনুযায়ী একটি রাজনৈতিক সমাধানের দিকে নিয়ে যাবে।