শুটিংয়ে ফিরলেন মাহি

0

লোকসমাজ ডেস্ক॥ সৌদি আরবে ওমরাহ পালনের পর শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সোমবার সন্ধ্যায় বিএফডিসি জসিম ফ্লোরে ‘বুবুজান’ সিনেমার টাইটেল গানে নাচতে দেখা গেছে মাহিকে। এ সময় মাহির সঙ্গে নেচেছেন তরুণ চিত্রনায়ক শান্ত খান ও অর্ধশত নৃত্যশিল্পী। শুটিং সেটে গিয়ে দেখা গেছে, মাহি শুটিং করার সময় সেটে উপস্থিত ছিলেন তার স্বামী রাকিব সরকারও। ওমরাহ পালনের পর মাহির সিনেমা ছাড়ার গুঞ্জন রটে। মাহি বলেন, সিনেমা আমার পেশা, আমার কাজ। সিনেমা ছেড়ে দিচ্ছি এমন বক্তব্য আমি কোথাও দিইনি। এখন থেকে পরিবার বিব্রত হয়, এমন চরিত্রে কাজ করবো না।
জানা গেছে, আগামী ৩রা জানুয়ারি থেকে ‘মাফিয়া’ সিনেমায় শুটিংয়ে যোগ দিচ্ছেন মাহি। একদিনের শুটিংয়ে মাহির সঙ্গে যোগ দেবেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত ‘বুবুজান’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক শান্ত খান। এ ছাড়া অভিনয় করছেন নিশাত নাওয়ার সালওয়া, শিবা শানু প্রমুখ।