যশোরে সেমিনারে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. ওমর: সনদসর্বস্ব শিক্ষার দরকার নেই প্রয়োজন কারিগরি শিক্ষার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার ইন্সটিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক। সেমিনারে তিনি বলেন, সনদ সর্বস্ব শিক্ষার কোন দরকার নেই। দরকার দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কারিগরি শিক্ষার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও আত্মনির্ভরশীল জাতি গঠনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা শুধু শিক্ষিত জাতি গঠন করেন না। এই শিক্ষা মানুষকে কর্মমুখি দক্ষ মানব সম্পদে পরিণত করে। যে কারণে বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। সেমিনারে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. ইসরাইল হোসেন ও যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা বিভাগের প্রফেসর ড. আবু রায়হান। মুখ্য আলোচক ছিলেন- যশোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ। এছাড়াও বক্তব্য রাখেন- যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জিএম আজিজুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক আব্দুল গফুর, অভিভাবক সদস্য তরিকুল ইসলাম তারু প্রমুখ।