মিতুর নয়া মিশন শুরু

0

লোকসমাজ ডেস্ক॥ নির্মাতা শাহীন সুমনের নতুন সিনেমা ‘কুস্তিগির’-এর শুটিং শুরু করলেন চিত্রনায়িকা জাহারা মিতু। আর এতে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এই নায়িকা জানান, গাজীপুরের খতিব খামারবাড়ী শুটিং স্পটে চলছে এর দৃশ্যায়নের কাজ। চলবে টানা ১৪ দিন। এদিকে, পরিচালক শাহীন সুমন ও নায়ক বাপ্পীকে পাশে পেয়ে মিতু নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, বাপ্পীর সৌভাগ্য তার একজন ওস্তাদ (শাহীন সুমন) আছে। আমার সৌভাগ্য আমার পাশে এই দুইজনই আছে। নায়ক ও পরিচালকের সুসম্পর্কের কথা উল্লেখ করে নায়িকা আরও বলেন, শুরু হলো ‘কুস্তিগির’-এর সঙ্গে বাপ্পীর পথচলা।
দীর্ঘ ৭ বছর পর তারা একসঙ্গে। আমি এই দু’জনকে দেখে বুঝেছি গুরু-শিষ্য আদর, ভালোবাসা এবং সম্মান কেমন হয়। এতোগুলো বছর পর একসঙ্গে কাজ করেও তারা যেন একই আত্মা। ‘কুস্তিগির’ গ্রামীণ পটভূমির একটি গল্প। সেখানে গ্রামের খুবই চঞ্চল একটা মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিতু। এদিকে, এরইমধ্যে শামীম আহমেদ রনী পরিচালিত ‘কমান্ডো’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন মিতু। এ ছবিতে তার নায়ক কলকাতার সুপারস্টার দেব। দ্রুতই সেই ছবির শুটিংয়েও অংশ নেয়ার কথা রয়েছে মিতুর।