ফের পেছালো ‘প্রীতিলতা’র শুটিং

0

লোকসমাজ ডেস্ক॥ চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘প্রীতিলতা’ ছবির শেষ লটের শুটিং আবারো পেছানো হলো। এই সিনেমার পরিচালক রশিদ পলাশের কথা মোতাবেক, গত ১২ই ডিসেম্বর থেকে টানা এক মাস চট্টগ্রামে শুটিং হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুটিং করা হয়নি। এ ব্যাপারে নির্মাতা বলেন, আমরা এ মাসের মাঝামাঝিতে প্রীতিলতার শেষ লটের শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু যেখানে শুটিং করবো সেখানে সকাল থেকে এতো কুয়াশা পড়ে যে তা কাটতে কাটতেই দিনের অর্ধেক শেষ হয়ে যায়। তাই শুটিং পিছিয়েছি। সব ঠিক থাকলে ১৫ই জানুয়ারিতে শুটিং শুরু করবো। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ‘প্রীতিলতা’র
শুটিং শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় ৮ দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়।
এরমধ্যে সিনেমাটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুকও। পরীমনিকে গ্ল্যামার লুকে দেখতেই অভ্যস্ত ঢাকাই সিনেমার দর্শকরা। তবে নিজেকে ভেঙে এই নায়িকা এই ছবিতে হাজির হবেন প্রীতিলতার মতো সংগ্রামী নারীর চরিত্রে। এরইমধ্যে পরীমনির এ ছবিটি নিয়ে বেশ আগ্রহও দেখা গেছে দর্শকদের মাঝে। পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ। এ সিনেমার জন্য গান করেছেন কলকাতার বিখ্যাত শিল্পী কবীর সুমন।