বছরের সেরা দশে বাংলাদেশের তিন ব্যাটার

0

লোকসমাজ ডেস্ক॥ দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এসেছে ২০২১ সাল। চলতি বছর বাকি রয়েছে আর মাত্র দুইটি ওয়ানডে ম্যাচ। তবে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার সেই ম্যাচ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। করোনার কারণে আগামী ২৮ ও ৩১ ডিসেম্বর এ দুই ম্যাচ হবে কি না তা নিশ্চিত নয় স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। সে দুই ম্যাচ যদি মাঠে গড়ায় তাহলে ২০২১ সালে ওয়ানডে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ৭৩টি। সে দুই ম্যাচ হিসেবের বাইরে রেখে আজকে (২৬ ডিসেম্বর) পর্যন্ত এ বছর একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ৭১টি। যেখানে সবচেয়ে বেশি ১৫ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড খেলেছে ১৪টি। এরপরই রয়েছে বাংলাদেশের ১২ ম্যাচ। তাই স্বাভাবিকভাবেই চলতি বছরের দলীয় কিংবা ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ২০২১ সালে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। সেরা দশে রয়েছেন বাংলাদেশের তিনজন। এ বছর বাংলাদেশের ১২ ওয়ানডের সবকয়টি খেলেছেন অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। যেখানে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে প্রায় ৩৯ গড়ে ৪৬৪ রান করেছেন তিনি। যা কি না চলতি বছর তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়া তালিকার ছয় নম্বরে মুশফিক ও আটে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২০২১ সালে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার তালিকায় আয়ারল্যান্ড দ্বিতীয় অবস্থানে থাকলেও, সেই ১৪ ম্যাচে ৭০৫ রান করে স্টারলিং রয়েছেন শীর্ষে। এ বছর তিনি তিনটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি হাঁকিয়েছেন, রান করেছেন ৫৪.২৩ গড়ে। তার সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১৩১ রানের। চলতি বছর ২৯ জন ব্যাটার হাঁকিয়েছেন মোট ৩৪টি সেঞ্চুরি। যেখানে সর্বোচ্চ তিন সেঞ্চুরির মালিক স্টারলিংই। এছাড়া জোড়া সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান, পাকিস্তানের বাবর আজম ও ফাখর জামান। এ বছরের সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংসটিও খেলেছেন ফাখর।
ওয়ানডেতে ২০২১ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
১/ পল স্টারলিং (আয়ারল্যান্ড) – ১৪ ইনিংসে ৫৪.২৩ গড়ে ৭০৫ রান, সর্বোচ্চ ১৩১*
২/ জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা) – ৭ ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান, সর্বোচ্চ ১৭৭*
৩/ তামিম ইকবাল (বাংলাদেশ) – ১২ ইনিংসে ৩৮.৬৬ গড়ে ৪৬৪ রান, সর্বোচ্চ ১১২
৪/ হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড) – ১৪ ইনিংসে ৩৭.৮৩ গড়ে ৪৫৪ রান, সর্বোচ্চ ৭৯
৫/ অ্যান্ডি ব্যালবার্নি (আয়ারল্যান্ড) – ১৪ ইনিংসে ৩২.৩৮ গড়ে ৪২১ রান, সর্বোচ্চ ১০২
৬/ মুশফিকুর রহিম (বাংলাদেশ) – ৯ ইনিংসে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান, সর্বোচ্চ ১২৫
৭/ বাবর আজম (পাকিস্তান) – ৬ ইনিংসে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান, সর্বোচ্চ ১৫৮
৮/ মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) – ১১ ইনিংসে ৪৯.৮৭ গড়ে ৩৯৯ রান, সর্বোচ্চ ৭৬*
৯/ ফাখর জামান (পাকিস্তান) – ৬ ইনিংসে ৬০.৮৩ ইনিংসে ৩৬৫ রান, সর্বোচ্চ ১৯৩
১০/ হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা) – ১৪ ইনিংসে ২৭.৩৮ গড়ে ৩৫৬ রান, সর্বোচ্চ ৮০*
সকল পরিসংখ্যান ১ জানুয়ারি ২০২১ থেকে ২৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময়ের