যশোরের দেয়াড়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীর নির্বাচনী অফিস ভাঙচুর ও গুলির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনিচুর রহমানের আনারস প্রতীকের ৩টি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার জন্য প্রার্থী আনিচুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলীর কর্মীদের দায়ী করেছেন। অপরদিকে পুলিশ বলছে, নির্বাচনী অফিস ভাঙচুরের আলামত পাওয়া গেলেও গুলিবর্ষণের কোনো তথ্য পাওয়া যায়নি। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিচুর রহমান জানান, নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু নির্বাচনে নৌকার প্রার্থী লিয়াকত আলী তার প্রতি ঈর্ষান্বিত হয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে লিয়াকত আলীর কর্মী নারাঙ্গালী গ্রামের মিরাজের ছেলে হৃদয়, মোতাহারের ছেলে হানিফ, কামারুলের ছেলে ইমামুল ও আসলামের ছেলে রাসেলসহ কয়েকজন কয়েকটি মোটরসাইকেলে গিয়ে তার ৩টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। নারাঙ্গালীতে ২টি এবং আরিচপুরের ১টি ক্যাম্প ভাঙচুর করা হয়। এসময় তার ওই তিনটি নির্বাচনী অফিসে থাকা কর্মী সমর্থক প্রাণ বাঁচাতে চারিদিক ছুটাছুটি শুরু করেন। এরই মধ্যে ওই সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জানমালের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। এসআই মাইদুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের জানান, অফিস ভাঙচুরের কিছু আলামত পাওয়া গেলেও গুলিবর্ষণের কোনো তথ্য পাওয়া যায়নি।