তালায় শীতবস্ত্র বিতরণ ইউনিয়ন পরিষদের

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ৪৭০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উদ্বেধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস।