লোহাগড়ায় আনারস প্রতীকের গণসংযোগ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ সৈয়দ বোরহান উদ্দিন গণসংযোগ করছেন। জানা গেছে, বৃহস্পতিবার ও গত বুধবার তিনি দিঘলিয়া বাজারে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে কর্মী-সমর্থকরাও ছিলেন। উল্লেখ্য, সৈয়দ বোরহান উদ্দিন নিজ টাকায় দিঘলিয়া বাজারের ইজারা নিয়ে ব্যবসায়ীদের খাজনামুক্ত করে দেন।