বাগআঁচড়ায় কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় কারেন্ট জাল বিক্রির দায়ে বাগআঁচড়া বাজারে দুই দোকানিকে জরিমানা করেছেন শার্শার ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে মৎস্য রা ও সংরণ আইন-১৯৫০ অনুযায়ী শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ভাই ভাই স্টোর ও লাকী স্টোরে অভিযান চালিয়ে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে তিনি অভিযান চালান। তিনি বলেন, বর্ষার পানিতে খাল বিলে অগাধ পানি। মাছ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই মাছ ধরতে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এর বদলে তিনি খেপলা জাল কিংবা বর্শি দিয়ে মাছ ধরতে বলেছেন সকলকে।