রামপালে দুই মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ও ডায়াগনোস্টিক সেন্টারে জরিমানা

0

বাগেরহাট সংবাদদাতা ॥.বাগেরহাটের রামপালে দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং একটি ডায়াগনোস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার অপরিচ্ছন্ন পরিবেশ, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অপরাধে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে নিউ অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন বহির্ভূতভাবে নামের আগে ডাক্তার লেখা ও এখতিয়ারবহির্ভূত প্রাক্টিস করার অপরাধে কামরুন নাহার মাহফুজা নামের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ১০ হাজার টাকা এবং মা মেডিকেল হলের প্রোপ্রাইটর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নারায়ণ চন্দ্র মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের সহযোগিতায় ভ্রমাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজুল কবির এই অর্থদণ্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত কামরুন নাহার মাহফুজা নিউ অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টারে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়ে ডাক্তার লিখে প্রচার-প্রচারণা, জটিল রোগী দেখা ও নিয়মবহির্ভূত পরামর্শ প্রদানের অপরাধে র‌্যাব-৬ এর সদস্যরা এই নারীকে আটক করেন। একই অপরাধে মা মেডিকেল হলের প্রোপ্রাইটর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নারায়ণ চন্দ্র মন্ডলকে আটক করেন র‌্যাব সদস্যরা। অন্যদিকে নিউ অ্যাপোলো ডায়গনোস্টিক সেন্টারের মালিক মো. মানছুর গা ঢাকা দেওয়ায় তার স্ত্রী হাবিবা সুলতানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার দাস উপস্থিত ছিলেন।