পাইকগাছা আদালতের আদেশ উপেক্ষা করে বসত ঘর ভাংচুর

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিতৃহারা দু’শিশুর বসতঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। নগদ টাকা ও আসবাবপত্র লুপাটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়,উপজেলার রাড়ুলি বাকপাড়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ২ কাঠা জমি প্রতিবেশি বরণ বিশ্বাসের কাছে কবলায় বিক্রি করেন। যে জমিতে বসত ঘর করে দীর্ঘদিন ধরে রিপন,তার বোন অজ্ঞনা ও তার মা বসবাস করছ। উক্ত জমির জন্য আদালতে টাকা আমানত করেন তার শরীক শ্যামল বিশ্বাস। একই সাথে নিষেধাজ্ঞা চেয়ে সহকারী জজ আদালত পাইকগাছাতে মামলা করেন।বিজ্ঞ আদালত শুনানিান্তে নিষেধাজ্ঞার আবেদন নামুজ্ঞুর করেন।এসময় আদেশ হয় আদালতের রায় না হওয়া পর্যন্ত ক্রেতাকে দখল উচ্ছেদ করা যাবে না। কিন্তু সে আদেশ অমান্যকরে রোববার বিকেলে শ্যামল বিশ্বাসরা রিপনের বসত ঘরটি সম্পুর্ন ভেঙ্গে দিয়েছে। রিপন জানায় আমার বাবা নেই আমি, আমার মা ও বোনকে নিয়ে এখানে বসবাস করছি। শ্যামল কাকারা আমার ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে। নগদ টাকা ও জিনিসপত্র লুপাট করে নিয়ে গেছে। আমার থাকার মত কোন ঘর না থাকায় শীতে কুয়াশার মধ্যে রাত কাটিয়েছি। এদিকে প্রতিপক্ষ শ্যামল জানায় আমাদের একটি রান্না ঘর রিপনরা ভেঙ্গে দিয়েছে।একারণে তাদের ঘর ভাঙ্গা হয়েছে।এ ছাড়া রিপন যে জমি বিক্রি করেছে তাতে আমরা টাকা আমানত করেছি। ওসি জিয়াউর রহমান জানান,পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে