প্রথমবারের মতো অধিনায়কত্ব পেলেন শাহিন আফ্রিদি

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। গত দুই আসরে লাহোরের অধিনায়ক ছিলেন সোহেল আখতার। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ২১ বছর বয়সী শাহিন।
সিনিয়র ক্রিকেটে এবারই প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে চলেছেন এ বাঁহাতি পেসার। আর আগে সবশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।
বিশ্ব ক্রিকেটে গত দুই বছর ধরে রাজ করছেন শাহিন। পাকিস্তানের হয়ে এরই মধ্যে ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি খেলে মোট ১৮৪ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৮ সালের আসর থেকে লাহোরে খেলছেন তিনি। এ দলের হয়ে ৩৭ ম্যাচে রেকর্ড ৫০ উইকেট রয়েছে শাহিনের।
এ তরুণ পেসারকে অধিনায়কত্ব দেওয়ার খবর জানিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক ও ম্যানেজার সামিন রানা। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘শাহিন আমাদের সম্পদ এবং আমাদের ভালো-খারাপ সময়ে সর্বদা পাশে ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমার এখনও মনে আছে, ২০১৮ সালে ১৮ বছরের এক তরুণ লাহোর কালান্দার্সে এলো প্রথমবারের মতো। এরপর থেকে সে নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে উন্নীত করেছে। নিজের পাশাপাশি আমাদের দলকেও এগিয়ে নিয়ে গেছে শাহিন। আমার মতে, এখন তাকে নেতৃত্বদানের সুযোগ দেওয়ার সেরা সময়।’