রামপালে আওয়ামীলীগের প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ২

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ আধিপাত্যকে বিস্তার করে আওয়ামী লীগের প্রতিপক্ষের হামলায় ফিরোজ ঢালী (৫০) নামের ১ ব্যক্তি নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন, আওরঙ্গ ৪৫) ও হানিফ (৩০)। আহতদের মধ্যে গুরুতর আহত কাষ্টবাড়ীয়ার হানিফকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে রামপাল থানা পুলিশ ৬ জনকে আটক করেছে। জানা গেছে, উপজেলার কাদিরখোলা গ্রামের ঘের ব্যবসায়ী ফিরোজ ঢালীর সাথে চিহ্নিত সন্ত্রাসী ও কথিত পুলিশের দালাল বলে খ্যাত বিল্লাল বেপারী সাথে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন শুক্রবার বেলা ১১টায় ভাগা-কাদিরখোলা রাস্তার আবু সাইদ ও সামছুর বাড়ীর সামনে বিল্লাল বেপারী, মাহাজিব, বাবু, ইনাম, রুবেল, মামুন, আফছার, শাহাজান, রেজা, জনো, আলম, সজিব, সুমনসহ ২৫/৩০ জনের একটি দল চাপাতি, রড, রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে ওৎ পেতে থাকে বলে প্রত্যক্ষদর্শিরা জানান। ওই সময় ফিরোজ ঢালী, হানিফ ও আওরঙ্গসহ সঙ্গীয় কয়েকজনকে সাথে নিয়ে ভাগা বাজার থেকে কাদিরখোলাস্থ বাড়ীতে ফিরছিলেন। এসময় তাদের উপর এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ফিরোজ ঢালীকে মৃত বলে ঘোষনা করে। এ বিষয়ে জানার জন্য রামপাল থানার ওসির ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে গিয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, আমি ওই সময় এসপি মহোদয়ের সাথে কথা বলছিলাম। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাহাজিবের দোকানঘর ভাংচুর করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।