চৌগাছায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শনে অধ্যাপক রফিকুল ইসলাম

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। সোমবার সকালে পৌরসভা কার্যালয়ে তিনি কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি স্মার্টকার্ড নিতে আসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনগণের সাথে কুশল বিনিময় করেন। স্মার্টকার্ডের উপকারিতা ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের সরকারের পরিকল্পনা ও উন্নয়নের বার্তা তিনি তুলে ধরেন।
এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মিজানুর রহমান মৃধা, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন চুনু বড়মিয়া, পৌর কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, চৌগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জাহিদুর রহমান মিলনসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।