‘আইসিসি ইভেন্টে শিরোপা নেই, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া যৌক্তিক’

0

লোকসমাজ ডেস্ক॥ ‘টেস্ট দল (দক্ষিণ আফ্রিকা সফরের) নির্বাচনের দেড় ঘণ্টা আগে নির্বাচক প্যানেল আমার সঙ্গে যোগাযোগ করে। প্রধান নির্বাচক আমার সঙ্গে দল নিয়ে আলোচনা করে। কথা শেষের ঠিক আগ মুহূর্তে আমাকে জানানো হয়, ৫ সদস্যের নির্বাচক প্যানেল সিদ্ধান্ত নিয়েছে, আমাকে আর ওয়ানডে অধিনায়ক রাখা হবে না। আমি উত্তর দিয়েছে, ঠিক আছে। এরপর এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি।’ – বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন ভারতের সদ্য বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি। তাকে সরিয়ে সীমিত পরিসরে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। অধিনায়কত্ব হারানোর পর আলোচনায় আসতে থাকে কোহলি ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলবেন না। বিশেষ করে রোহিত শর্মার অধীনে ওয়ানডেতে খেলবেন কিনা তা ভেবে দেখবেন। সঙ্গে বিসিসিআইয়ের সঙ্গেও কোহলির দূরত্ব বাড়তে থাকে। হাওয়ায় ভাসা এসব কথা নিয়ে কোহলি আজ খোলামেলা কথা বলেন।
অধিনায়কত্ব কেড়ে নেওয়াকে কোহলি যৌক্তিক মনে করছেন। তার ভাষ্য, ‘আমি বুঝতে পারছি কেন এবং কি কারণে আমরা আইসিসি কোনো ইভেন্টে শিরোপা জিতিনি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেগুলো সঠিক ছিল নাকি ভুল ছিল সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি কোনো শিরোপা জিততে পারিনি এজন্য আমার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ যৌক্তিক।’ রোহিত শর্মার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা জানতে চাইলে কোহলি বলেছেন, ‘আমার ও রোহিতের মধ্যে কোনো ঝামেলা নেই। গত দুই বছরে এটা বারবার বলা লাগছে। আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি।’ অধিনায়ক রোহিতের ওপর নিজের পুরো সমর্থন আছে কোহলির। সামনে তাকে সাহায্য করতে মুখিয়ে তিনি, ‘রোহিত অধিনায়ক হিসেবে সামর্থ্যবান। ট্যাকটিক্যালি সাউন্ড। রাহুল ভাই (কোচ রাহুল দ্রাবিড়) নিজের মতো করে দল সাজাচ্ছে এবং তার উপরও আমার বিশ্বাস আছে। আমি তাদের দুজনকেই সমর্থনের জন্য প্রস্তুত।’