যশোরে ৫টি বার্মিজ চাকুসহ আটক হলো পাঁচ কিশোর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের পৃথক স্থান থেকে ৫টি বার্মিজ চাকুসহ পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে-নড়াইল সদর উপজেলার ভুয়াখালী আলমগীর শেখের ছেলে বর্তমানে যশোর শহরের বারান্দী কদমতলার জনৈক আজিজুলের বাড়ির ভাড়াটিয়া সাব্বির শেখ (১৯), ঘোপ সেন্ট্রাল রোডের মৃত সুরুজ খানের ছেলে মো. রাব্বী (১৯), খড়কি কাসারদিঘি এলাকার আব্দুল জব্বারের ছেলে তানভীর হোসেন ইমন (১৯), বেজপাড়া গুলগুল্লার মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে রায়হান ইসলাম তুর্য্য (১৯) ও সদর উপজেলার নোঙ্গরপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাদি (১৯)। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে শহরতলীর শেখহাটি আদর্শপাড়ার মাহেব হোসেনের ছেলে যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন (১৬) পৌরপার্কের পানির ফোয়ারার পাশে বসেছিলো। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী আকষ্মিক তার ওপর চড়াও হয় এবং মোবাইল ফোন সেট ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা চাকু দিয়ে তার ডান পায়ে আঘাত করে। এতে তার পা জখম হয়। এক পর্যায়ে জোবায়ের হোসেনের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ডিবি পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ঘটনার সাথে জড়িত মো. রাব্বী ও তানভীর হোসেন ইমন নামে দু’জনকে ২টি বার্মিজ চাকুসহ আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে রাত সোয়া নয়টার দিকে বেজপাড়ায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরো দুজন রায়হান ইসলাম তুর্য্য ও সাকিবুর রহমান সাদিকে ২টি বার্মিজ চাকুসহ আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় রাতেই আহত জোবায়ের হোসেনের পিতা মাহেব হোসেন দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। সূত্র আরো জানায়, বুধবার বেলা ১১টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান মুড়লির হাজি মুহাম্মদ মহসিন স্কুলের সামনে অভিযান চালিয়ে ১টি বার্মিজ চাকুসহ সাব্বির শেখ নামে এক কিশোরকে আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পালিয়ে যায়। এ ঘটনায় আটক সাব্বির শেখের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।